aHR0cHM6Ly9idG9vbHNib3guYmxvZ3Nwb3QuY29t
Welcome to Azlyrics. Go
Posts

Chaya Lyrics (ছায়া) Afnan Tushar | SK Annoo

Chaya Lyrics by Afnan Tushar And SK Annoo


Chaya Lyrics by Afnan Tushar :

Chaya Song Is Sung by Afnan Tushar. Music Arranged, Produced, Mixing And Mastering by SK Annoo. Music Composed by SK Annoo. Chaya Lyrics In Bengali Written by Afnan Tushar.

Song : Chaya 
Vocal And Lyrics : Afnan Tushar
Composer : SK Annoo
Publisher : JMR Music 
Visuals created By : SK Annoo
Label : Fawk Series Music

Chaya Song Video :

Chaya Song Lyrics In Bengali :

আজ এই মৃত শহরে
আমার নির্ঘুম রাতে,
তাকিয়ে শত মৃত চোখ
যেন আমি অভিশাপে।
মগজে রক্তক্ষরণ
কেউ করেনি আমায় স্মরণ,
আজ নেই কোন আয়োজন,
যেন আমি অস্বাগত। 

পারছিনা আমি পালাতে
কেউ কি আমায় সাথে নেবে,
কটা নিশ্বাস ফুরাবে
না হয়, থেকে যাবে। 
যেন নিশ্বাস থমকে যায়
মেতে উঠি অচেনা ছায়ায়, 
ক্ষনে ক্ষনে আমায় জাগায়
অচেনা কোনো সুরের মায়ায়।।

মৃত শালিক ঝুলে আছে
কোনো শাপের কাঁটাতারে,
কোনো চাপা আর্তনাদে,
কোনো এক কাল ঝড়ে। 

একা থাকা চাঁদের বুকে
তাকিয়ে বছর গুনে, 
খুঁজি অন্য আলো আমি
কালো এই আঁধারে। 

পারছিনা আমি পালাতে
একটু আলো কি দেখাবে,
একটু আশ্রয় কি দিবে
তোমার প্রার্থনাতে।
যেন নিশ্বাস থমকে যায়
মেতে উঠি অচেনা ছায়ায়, 
ক্ষনে ক্ষনে আমায় জাগায়,
অচেনা কোনো সুরের মায়ায়। 

পারছিনা আমি পালাতে
কেউ কি আমায় সাথে নেবে,
কটা নিশ্বাস ফুরাবে
না হয় থেকে যাবে। 
যেন নিশ্বাস থমকে যায়
মেতে উঠি অচেনা ছায়ায়, 
ক্ষনে ক্ষনে আমায় জাগায়
অচেনা কোনো সুরের মায়ায়।।

ছায়া লিরিক্স - আফনান তুষার :
Aaj ei mrito shohore
Amar nirghum raate
Takiye shoto mrito chokh
Jeno ami obhishape
Mogoje roktokhoron
Keu koreni amar smoron
Aaj nei kono aayojon
Jeno ami aswagata
Parchina ami palate
Keu ki amay sathe nebe
Kota nishwash furabe
Na hoy theke jaabe
Jeno nishwash thomke jaay
Mete uthi ochena chayay
Khone khone amay jagay
Ochena kono surer mayay
Mrito shalik jhule ache
Kono shaper katataare
Kono chapa artonaade
Kono ek kaal jhore
Eka thaka chander buke
Takiye bochor guney
Khuji onno aalo ami
Kalo ei andhare


from Bengali Lyrics

Getting Info...

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.