Emon Ekta Jhar Uthuk Lyrics by Hemanta Mukherjee :
Emon Ekta Jhar Uthuk Song Is Sung by Hemanta Mukherjee. Cover Version Song Is Sung by Srikanta Acharya, Nandita, Sagnik Sen And Many Various Artists In Their Own Way. Music Composed by And Emon Ekta Jhar Uthuk Lyrics In Bengali Written by Abhijit Banerjee.
Song : Emon Ekta Jhar Uthuk
Singer : Hemanta Mukherjee
Music : Abhijit Banerjee
Lyricist : Abhijit Banerjee
Label : Saregama India Ltd
Emon Ekta Jhar Uthuk Song Video :
Emon Ekta Jhar Uthuk Song Lyrics In Bengali :
এমন একটা ঝড় উঠুক
কোনোদিন যেন কোনো ফুল আর
ফুটতে পারে না,
এখন এমন মেঘ করুক
যেন মেঘ ছিঁড়ে কোনোদিনও
চাঁদ উঠতে পারে না,
এমন একটা ঝড় উঠুক,
ঝড় উঠুক, ঝড় উঠুক।।
সাঁই সাঁই এই হাওয়াগুলো যেন
শ্বাসরোধ করে রাখে,
কোনোদিন যেন সুখ স্বপ্নের
ছবি কেউ না আঁকে।
সাঁই সাঁই এই হাওয়াগুলো যেন
শ্বাসরোধ করে রাখে,
কোনোদিন যেন সুখ স্বপ্নের
ছবি কেউ না আঁকে।
হৃদয়ের রাঙা সূর্য
যেন চিরদিন ডুবে থাকে,
শুক-সারি যেন একসাথে আর
জুটতে পারে না
এমন একটা ঝড় উঠুক
কোনোদিন যেন কোনো ফুল আর
ফুটতে পারে না,
এখন এমন মেঘ করুক
যেন মেঘ ছিঁড়ে কোনোদিনও
চাঁদ উঠতে পারে না,
এমন একটা ঝড় উঠুক,
ঝড় উঠুক, ঝড় উঠুক।।
তবু দুনিয়াটা কিছু পাল্টানো গেলে পরে
হয়তোবা কিছু হয়,
ভালোবাসা মনে নাও হতে পারে
বেহিসেবী পরিচয়।
তবু দুনিয়াটা কিছু পাল্টানো গেলে পরে
হয়তোবা কিছু হয়,
ভালোবাসা মনে নাও হতে পারে
বেহিসেবী পরিচয়।
নিয়মের এই নিক্তি ওজনে হৃদয়ের দাম কত?
পথে ফেলে দেওয়া খড়কুটোগুলো মূল্য পেয়েছি যত,
নিয়মের এই নিক্তি ওজনে হৃদয়ের দাম কত?
পথে ফেলে দেওয়া খড়কুটোগুলো মূল্য পেয়েছি যত,
তাই হিসেবের মতো ভালোবাসা আজ
হয়ে থাক সংযত,
কিছুতেই যেন কারও খুশি কেউ লুটতে পারে না।
এমন একটা ঝড় উঠুক
কোনোদিন যেন কোনো ফুল আর
ফুটতে পারে না,
এখন এমন মেঘ করুক
যেন মেঘ ছিঁড়ে কোনোদিনও
চাঁদ উঠতে পারে না,
এমন একটা ঝড় উঠুক,
ঝড় উঠুক, ঝড় উঠুক ..
এমন একটা ঝড় উঠুক লিরিক্স - হেমন্ত মুখোপাধ্যায় :
Emon ekta jhor uthuk
Konodin jeno kono phul aar futte pare na
Ekhon emon megh koruk
Jeno megh chire konodino
Chand uth-te pare na
Emon ekta jhar uthuk
jhar uthuk, jhar uthuk
Sai sai ei hawa gulo jeno
swashrodh kore rakhe
Konodino jeno sukh shopner chobi keu na anke
Hridoyer ranga surjo jeno chirodin dube thake
Shukh sari jeno eksathe aar jut-te na pare
Tobu duniyata kichu paltano gele pore
Hoytoba kichu hoy
Valobasha mone nao hote pare
Behisebi porichoy
Niyomer ei nikti ojone hridoyer daam koto
Pothe fele deowa khorkuto gulo
Mullo peyechi joto
Tai hiseber moto valobasha aaj
Hoye thak songjoto
Kichutei jeno kaaro khushi keu
Lut-te na pare
from Bengali Lyrics