Shada Ghora Lyrics by Subconscious Band from 4th Album Rupkothar Kabbo. The Song Is Sung by, Mixing And Mastering by Johan Alamgir. Shada Ghora Lyrics In Bengali Written by Muhammad Nafisur Rahman.
Shada Ghora Song Credits :
Song Name : Shada Ghora
Album Name : Rupkothar Kabbo
Band Name : Subconscious
Lyricist : Muhammad Nafisur Rahman
Mix And Master : Johan Alamgir
Recording Studio And Visual Production : JA Studio
Recordist : Kazi Anan And Pushpo Ferdous
Subconscious Band Line up :
Vocalist And Guitarist : Johan Alamgir
Drummer : Raihan Alamgir
Lead Guitarist : AR Shykat
Bass Guitarist : Ahad Antor
Lead Guitarist : Aushi Omar
Shada Ghora Lyrics In Bengali :
যদি সাদা ঘোড়া ডানা দুটি মেলে রয়
একটু আলো ছায়া মোহ মায়া বোধদয়,
স্বপ্ন আকাশ, ধূসর ক্যানভাসে
এলোমেলো অগোছালো খুঁজে তোমায়।
কখনো আমি শুন্য নীলে যাই
তখনো আবছা অন্ধকারে তাই,
যখনি, নীহারিকা হও কী তুমি
পেয়ে আলোতে হারাই।
আমি হারিয়ে উড়ে যাই
চোখেরই সীমানায়,
রঙধনু রং মেলে সাত রং ঘুড়িতে
কবিতা রূপকথায়,
ভিনগ্রহে নিরুপায়।
যদি হীরামন মনটা দুঃখী করে রয়
(মনটা দুঃখী করে রয়)
কার অরণ্য মনে অভিমানী অভিনয়,
ময়ূরকণ্ঠী নীল আকাশে
(নীল আকাশে)
কাজল চোখের ভাষা মিশে জোছনায়।
আবারো পড়েছি প্রেমে সেধে গেছি হায়
তোমাকে ইমনের কোনো অক্টেভে সাজাই,
অচেনা বুনো পাহাড়ি ফুল কী তুমি
রোদের আদরে হারাই।
আমি হারিয়ে উড়ে যাই চোখেরই সীমানায়
রঙধনু রং মেলে সাত রং ঘুড়িতে,
কবিতা রূপকথায় ভিনগ্রহে নিরুপায় ..
ও ওহো ও!
আমি মেঘদলে মহাকাল অবুঝ মায়াজালে
একটু আকটু রঙধনুতে ভিজে রংতুলিতে,
গহীনে শব্দজাল ভাবনাতে কবিয়াল
তুমি আমি, আমি তুমি, কোরাসে ..
আমি হারিয়ে উড়ে যাই
চোখেরই সীমানায়,
রঙধনু রং মেলে সাত রং ঘুড়িতে
কবিতা রূপকথায় ভিনগ্রহে নিরুপায়,
আমি হারিয়ে উড়ে যাই চোখেরই সীমানায়
রঙধনু রং মেলে কবিতা রূপকথায়
ভিনগ্রহে ও ভিনগ্রহে নিরুপায়।
Shada Ghora Lyrics In English :
Jodi sada ghora dana duti mele roy
Ektu aalo chaya moho maya bodhoy
Shopno akash dhusor canvas e
Elomelo ogochalo khuje tomay
Kokhono ami shunno neel e jai
Tokhono abcha ondhokare tai
Jokhoni niharika hou ki tumi
Peye aalote harai
Ami hariye ure jai
Chokheri simanay
Rongdhonurong mele saat rong ghurite
Kobita rupkothay
Bhingrohe nirupaay
Jodi hiramon monta dukhi kore roy
Kar arryoney mone obhimani obhinoy
Mayurkonthi neel akashe
Kajol chokher bhasa mishe jochonay
Ami meghdole mohakal obujh mayajale
Ektu aktu rongdhonute vije rongtulite
Gohine shobdojaal bhabnate kobiyal
Tumi ami ami tumi chorus e
সাবকনসিয়াস ব্যান্ড এর রূপকথার কাব্য বাংলা অ্যালবাম এর গান সাদা ঘোড়া গানটি গেয়েছেন জোহান আলমগীর যদি সাদা ঘোড়া ডানা দুটি মেলে রয় গানের লিরিক্স লিখেছেন মুহাম্মদ নাফিসুর রহমান।
from Bengali Lyrics