Keno Kanna Pay Lyrics Rishi Panda. This Is a Bengali Version Of The Beautiful Song Jamaica Farewell by Harry Belafonte. Keno Kanna Pay Song Lyrics Written by Suranjan Das.
Keno Kanna Pay Song Details :
Song Name : Keno Kanna Pay (Jamaica Farewell Bengali Version)
Singer And Mix : Rishi Panda
Bengali Lyrics : Suranjan Das
Video : Subhadip Mondal
Edit And Color : RIshi Panda
Keno Kanna Pay Lyrics In Bengali :
হাঁটতে হাঁটতে দেখো পথ ফুরায়
আমাদের এই গল্পেরা ক্লান্ত হয়,
তোমার চোখেও অল্প জল
কেন আমায় দেখেই মুখ লুকায়?
এই ক্লান্ত মন
শুধু চায় শ্রাবণ,
তাকে শান্তি দাও এই ঘরের কোন,
ঘর ঝাপসা হয়, ভালোবাসার দায়
তাকে বলতে পারিনি কেন কান্না পায়।
তোমার তুলির আঁচড় দিয়ে
তুমি বাড়িয়ে দিলে স্মৃতি র ঋণ,
উঠোন ভেজা বৃষ্টি হয়
এই বুকের ভিতর রাত্রি দিন।
এই মেঘলা দিন
লাগে খুব মলিন,
তাকে শান্তি দাও, হও শব্দহীন,
সব হারিয়ে যায়, ভালোবাসার দায়
তাকে বলতে পারিনি কেন কান্না পায়।
খাতার ভাঁজে ফুলের খোঁজে
দেখ কাটছে এখন রাত্রিদিন,
তোমার শাড়ির গন্ধে মেখে থাকা
আলগোছে এক সেফটিপিন।
সেই রঙ্গিন কাঁচ, সুখের দিন
ফিরবে না আর কোনোদিন,
সব ফুরিয়ে যায়, ভালোবাসার দায়
তাকে বলতে পারিনি কেন কান্না পায়।
Keno Kanna Pay Lyrics In English :
haatte haate dekho poth phuray
AMader ei golpera klanto hoy
Tomar chokheo alpo jol
Keno amay dekhe mukh lukay
Ei klanto mon shudhu chaay shrabon
Taake shanti dao ei ghorer kon
Ghor jhapsa hoy valobashar daay
Taake bolte parini keno kanna paay
Tomar tulir achor diye
Tumi bariye dile smritir reen
Uthon veja brishti hoy
Ei buker bhitor raatri din
Ei meghla din laage khub molin
Taake shanti dao hou shobdoheen
Khatar bhaje phuler khoje
Dekho kaatche ekhon raatri din
Tomar sharir gondhe mekhe thaka
Aalgoche ek safety pin
Sei rongeen kanch sukher din
Firbe na aar konodin
কেন কান্না পায় গানটি গেয়েছেন ঋষি পণ্ডা। তাকে বলতে পারিনি কেন কান্না পায় গানের লিরিক্স লিখেছেন সুরঞ্জন দাস।
from Bengali Lyrics