Nobin Howa Lyrics by Satyaki Banerjee And Sohini Chakraborty from Ulot Puran Bengali Web Series. Ei To Hethay Tumi Ami Nobin Howa Song Lyrics Written by Niloy Samiran Banerjee. Starring Unmesh Ganguly, Sreya Bhattacharyya, Aparajita Ghosh, Amit Saha And Others.
Nobin Howa Song Details :
Song Name : Nobin Howa
Web Series Name : Ulot Puran
Singer : Satyaki Banerjee And Sohini Chakraborty
Lyrics : Niloy Samiran Banerjee
Directed by : Arunava Mitra
Production : Ritwick Chakraborty And Pradipta Bhattacharyya
Label : Uribaba
Nobin Howa Lyrics In Bengali :
এই তো হেথায় তুমি আমি
ঝলমল সব বাঁচিয়ে রাখা,
হাজার কোটি বছর রোজ
তোমার সাথে নবীন হওয়া,
তোমায় ঘিরে আলোয় থাকা,
তোমায় ঘিরে আলো থাকা।
এই তো হেথায় তুমি আমি
ঝলমল সব বাঁচিয়ে রাখা।।
চোখের ওপর তোমার মায়ায়
জ্বরের ভিতর রংমশালে,
ভীষণ ভাবে জ্বালিয়ে রাখি
ময়ূরপঙ্খী ভরা জোনাকি।
এসব কথা বলবো বলে
জোছনার জল মাখিয়ে দেওয়া,
হাজার কোটি বছর রোজ
তোমার সাথে নবীন হওয়া,
তোমায় ঘিরে আলোয় থাকা,
তোমায় ঘিরে আলো থাকা।
এই তো হেথায় তুমি আমি
ঝলমল সব বাঁচিয়ে রাখা।।
তোমায় নিয়ে ঘুম ভাঙবে
নিরালা শহর আর বিরল ভীড়ে,
বৃষ্টি জলে চা বানাবো
বেকার পকেট ভ্যানিশ করে।
তোমায় শুধু জড়িয়ে ধরে
মায়ের কষ্ট ভুলিয়ে দেওয়া,
হাজার কোটি বছর রোজ
তোমার সাথে নবীন হওয়া,
তোমায় ঘিরে আলোয় থাকা
তোমায় ঘিরে আলো থাকা।
এই তো হেথায় তুমি আমি
ঝলমল সব বাঁচিয়ে রাখা।।
Nobin Howa Lyrics In English :
Ei to hethay tumi ami
Jholmol shob banchiye rakha
hajar koti bochor rooj
Tomar sathe nobin howa
Tomay ghire aaloy thaka
Tomay ghire aalo thaka
Eito hethay tumi ami
Jhalmal shob banchiye rakha
Chokher opor tomar mayay
Jwarer bhitor rongmoshale
Vishon bhabe jwaliye rakhi
Mayurpankhi bhora jonaki
Eshob kotha bolbo bole
Jochonar jol makhiye deowa
Hajar koti bochor rooj
Tomar sathe nabin howa
Tomay ghire aaloy thaka
Tomay ghire aalo thaka
Ei to heythay tumi ami
Jholmol sob banchiye rakha
উন্মেষ গাঙ্গুলী ও শ্রেয়া ভট্টাচার্য অভিনীত উলট পুরান বাংলা ওয়েব সিরিজের গান নবীন হওয়া গানটি গেয়েছেন সাত্যকি ব্যানার্জী ও সোহিনী চক্রবর্তী। এই তো হেথায় তুমি আমি নবীন হওয়া গানের লিরিক্স লিখেছেন নিলয় সমীরণ ব্যানার্জী।
from Bengali Lyrics