Baaynabilashi Lyrics by Sahana Bajpaie And Samantak :
Baaynabilashi Song Is Sung by Sahana Bajpaie And Samantak Sinha from X=Prem Bengali Movie. Baaynabilashi Lyrics Written by Dhrubojyoti Chakrabarty. Music Composed by Sanai.
Cast : Anindya Sengupta, Shruti Das, Arjun Chakrabarty, Madhurima Basak and others.
Song : Baaynabilashi
Movie : X Equals to Prem
Singer : Sahana Bajpaie And Samantak Sinha
Lyrics : Dhrubojyoti Chakrabarty
Composer, Arrangement and programming : Sanai
Director : Srijit Mukherji
Cinematographer : Subhankar Bhar
Editor : Sanglap Bhowmick
Label : SVF
Baaynabilashi Song Lyrics In Bengali :
যেখানে প্রজাপতির রং এর ফোয়ারা
যেখানে সুজ্জিরা সাজিয়েছে পাড়া,
যেখানে মৌমাছি হলো মনবাতিক
বিলবে ভালোবাসা দান-খয়রাতই,
যেখানে দিন হলে হবে দিলখুশ
বিরহে ঝিলমিল ওড়াবে ফানুস,
আমাকে মেলা থেকে
কিনে দেবে তো বাঁশি,
আমি তো রোজ রোজ
বায়না বিলাসী,
আমাকে নাও, আমাকে নাও
আমাকে নাও, আনমনা জাদুকর,
যেখানে যাও, যেখানে চাও
আর বানাও আমার ঘর।
আমি মেঘের পাহাড় বানাই
আমি নদীর উজান মাপি,
কাল হৃদয়ের হালখাতায়
পাবো সোহাগের ঋণখেলাপি,
আমি গভীর জোছনা দেবো
দেবো সহজ সরল তারা,
আমি ময়দানে মহারথী
আর গৃহকোণে গোবেচারা।
যেখানে জল ছুঁয়ে থাকে জল ফড়িং
যেখানে মন্ত্ররা ছট হিং টিং,
যেখানে কিং সাইজ কেতা মেরে আমি
সেয়ানা সখিকেই পাঠাবো সেলামি,
যেখানে খুব করে ডুব দেবে কথা
কলিত ফুটবেই কাটিয়ে জড়তা,
তোমাকে মেলা থেকে
দেবো নিরালা বাঁশি,
দুজনে জান দিয়ে হবো বানভাসি।
আমি তো তাই, আমি তো তাই,
আমি তো তাই আনমনা জাদুকর,
যেখানে যাই, যেখানে চাই
আর বানাই তোমার ঘর।
আমাকে নাও, আমাকে নাও
আমাকে নাও, আনমনা জাদুকর,
যেখানে যাও, যেখানে চাও
আর বানাও আমার ঘর।
বায়নাবিলাসী লিরিক্স - সাহানা বাজপেয়ী ও সামন্তক :
Jekhane projapoti ronger fowara
Jekhane sujjira sajiyeche para
Jekhane moumachi holo monbatik
Bilobe valobasha daan khoyrati
Jekhane din hole hobe dilkhus
Birohe jhilmil orabe fanush
Amake mela theke
Kine debe toh beto banshi
Ami toh roj roj Baynabilashi
Amake nao amake nao
Amake nao aanmona jadukor
Jekhane chao jekhane chao
Aar banao amar ghor
অনিন্দ্য সেনগুপ্ত, শ্রুতি দাস, অর্জুন চক্রবর্তী ও মধুরিমা বসাক অভিনীত এক্স = প্রেম বাংলা সিনেমার গান বায়নাবিলাসী গানটি গেয়েছেন সাহানা বাজপেয়ী ও সামন্তক সিনহা। গানটির সুর দিয়েছেন সানাই। আমি তো রোজ রোজ বায়নাবিলাসী গানটির লিরিক্স লিখেছেন ধ্রুবজ্যোতি চক্রবর্তী।