Shune Nio Lyrics by Rahul Dutta :
Shune Nio Bengali Romantic Love Song Is Sung by Rahul Dutta. Music Composed by Sujeet Anahata Thakur. Song Mixing And Mastering by Joel Jossy. Shune Nio Lyrics Written by Soham Majumdar.
Shune Nio Video Song Cast : Rahul Dutta And Rimpa Roy.
Song : Shune Nio
Singer : Rahul Dutta
Lyrics : Soham Majumdar
Music Composer & Producer : Sujeet Anahata Thakur
Mix & Master : Joel Jossy
Directed By : Saikat Das
DOP : Rohan Kumar Paul
Edit & Colour : Rohan Kumar Paul
Video Production : Bila Boy Entertainment
Music Label : RD Records
Shune Nio Song Lyrics In Bengali :
আকাশের ওই কার্নিশে
মিলেমিশে যে হবো একাকার,
নীলচে মেঘেদের খামে
নাম লেখা তোমার আমার।
শুধু তারাদেরই মাঝখানে আছে
কোনো একটা তারা তোমার মতো,
তবু চোখ বেয়ে নামে বর্ষা দিন
বেড়ে যাচ্ছে চেনা চেনা সেই ক্ষত।
আবছা সে আয়নায় ছায়া ভাসে
অবয়ব যে তোমারই মতো।
কানে কানে যে কিছু কথা হবে
শুনে নিয়ে তুমি প্রিয়,
নইলে আমার সেই সন্ধ্যাতারা
আমাকে ফিরিয়ে দিও,
শুনে নিও তুমি প্রিয়
শুনে নিয়ো, শুনে নিও।।
ব্যথারা রামধনু চায়
আলেয়া খুঁজেছে তোমায়,
কথার প্রশ্ন জাগায়
তোমারি মাঝে সে হারায়।
কান্না ভাসে ওই মেঘ দেশে
তোমার কাছে যায় ভেসে,
বৃষ্টি নামে চোখের খামে
সময় থামে অবশেষে,
বুঝে নিয়ো প্রিয়।
শুনে নিও লিরিক্স - রাহুল দত্ত :
Akasher oi karnishe
Milemishe je hobo ekakar
Nilche megheder khame
Naam lekha tomar amar
Shudhu taraderi majhkhane ache
Kono ekta tara tomar moto
Tobu chokh beye naame borsha din
Bere jacche chena chena sei khoto
Aabcha se aaynay chaya bhashe
Oboyob je tomari moto
Kaane kaane je kotha hobe
Shune niyo tumi priyo
Noile amar sei sondhyatara
Amake firiye diyo
Shune niyo tumi priyo
Shune nio sune nio
শুনে নিও গানটি গেয়েছেন রাহুল দত্ত। গানটির সুর দিয়েছেন সুজিত অনাহাতা ঠাকুর। শুনে নিও তুমি প্রিয় গানের লিরিক্স লিখেছেন সোহম মজুমদার।
from Bengali Lyrics