Prano Sokhi Re Lyrics by Nadia Dora :
Prano Sokhi Re Song Is Sung by Nadia Dora. Music Composed by and Song Lyrics In Bengali Written by Palli Kabi Jasimuddin. This Song Originaly Sung by Abbas Uddin Ahmed.
Sog : Prano Sokhi Re
Originaly Sung by : Abbas Uddin Ahmed
Singer : Nadia Dora
Lyricist : Palli Kabi Jasimuddin
Music Director : Partha Barua
Production : 49Blue
Agency : Creato
Label : IPDC আমাদের গান
Prano Sokhi Re Song Lyrics In Bengali :
প্রাণ সখী রে
ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে,
প্রাণ সখী রে
ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে,
বংশী বাজায় কে রে সখী
বংশী বাজায় কে ..
আমার মাথার বেণী বদলে দিব
তারে আইনা দে,
প্রাণ সখী রে
ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে।
যে পথ দিয়ে বাজায় বাঁশি
যে পথ দিয়ে যায়
সোনার নূপুর পরে পায়।
আমার নাকের বেসর তুইলা দেবো
সেইনা পথের গায়,
আমার গলার হার ছড়িয়ে দেবো
সেইনা পথের গায়,
যদি হার জড়িয়ে পরে পায়
প্রাণ সখী রে
ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে।
যার বাঁশি এমন সে বা কেমন
জানিস যদি বল
সখি করিস না কো ছল
আমার মন বড় চঞ্চল।
আমার প্রান বলে তার বাঁশী জানে
আমার চোখের জল,
আমার প্রান বলে তার বাঁশী জানে
আমার চোখের জল,
প্রাণ সখী রে
ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে।
তরলা বাঁশের বাঁশী ছিদ্র গোটা ছয়
বাঁশী কতই কথা কয়,
তরলা বাঁশের বাঁশী ছিদ্র গোটা ছয়
বাঁশী কতই কথা কয়,
নাম ধরিয়া বাজায় বাঁশী
রহনও না যায়
ঘরে রহনও না যায়,
নাম ধরিয়া বাজায় বাঁশী
রহনও না যায়,
প্রাণ সখী রে
ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে,
প্রাণ সখী রে
ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে।
প্রাণ সখী রে লিরিক্স - পল্লীকবি জসীমউদ্দীন :
Prano sokhi re
Oi shon kodombotole bongshi bajay ke
Amar mathar beni bodle dibo
Taare aina de
Je poth diye bajay banshi
Je poth diye jaay
Sonar nupur pore paay
Amar naker besor tuila debo
Seina pother gaay
Amar golar haar choriye debo
Sei na pother gaay
Jodi har joriye pore paay
from Bengali Lyrics