Tomay Ami Chinina Confusion Lyrics by Bangla Five :
Tomay Ami Chinina Confusion Song Is Sung by Sina Hasan from Bangla Five Band. Tomay Ami Chini Na Abar Bodhoy Chini Lyrics In Bengali Written by Sina Hasan. Song Mixing and Mastering by Anik Ahammed.Song : Confusion / Tomay Ami Chinina
Band : Bangla Five
Vocal, Lyrics & Tune : Sina Hasan
Guitar : Anik
Bass : Rafin
Drums : Mehedi
Sound : Anik Ahammed and Mahmud
Copyright : Bangla Five
Tomay Ami Chinina Confusion Song Lyrics In Bengali :
এই চেনা শহর, চেনা সময়সময় গড়ালে অচেনাও হয়,
এই তোমায় নিয়ে আমি ভাবি
তোমায় অনেক চিনে ফেলেছি,
আসলে কি করেছি ..
তোমায় আমি চিনি না আবার বোধহয় চিনি
তোমায় আমি চিনি না আবার বোধহয় চিনি।
এই ভালোবাসা দিলাম তোমায়
কিন্তু একটা কিন্তু থেকেই যায়,
যখন দূরে দূরে থাকো তুমি
তখন অনেক ভালোবেসে ফেলি হায়,
আসলে কি বেসেছি ?
তোমায় ভালোবাসি না আবার বোধহয় বাসি
তোমায় ভালোবাসি না আবার বোধহয় বাসি।
এই চেনা রাস্তা চেনা বাস ট্রেন
চেনা অচেনায় দেখি,
সবাই ছুটে চলে একলা কিংবা দলে দলে
ঠিক কিংবা ভুলে,
বইতে বইতে যেমন জল
ক্যামনে ক্যামনে ক্যামনে সব এক হয়ে যায়,
সুখ-দুঃখ কষ্টের পাহাড়ের
ঝর্ণার মতো বয়ে চলা মানুষদের ..
আমি ডাকি না, আমি ডাকি না,
আমি ডাকি না,
আমি ডাকি না, নাকি ডাকি,
আমি চিনি না, আমি চিনি না,
আমি চিনি না,
আমি চিনি না, নাকি চিনি।
কাউকে আমি চিনিনা আবার বোধহয় চিনি
কাউকে আমি চিনিনা আবার বোধয় চিনি,
কাউকে ভালোবাসি না আবার বোধহয় বাসি
কাউকে ভালোবাসি না আবার বোধয় বাসি,
কাউকে আমি ডাকিনা আবার বোধহয় ডাকি
কাউকে আমি ডাকিনা আবার বোধয় ডাকি,
কাউকে আমি চিনিনা আবার বোধয় চিনি
কাউকে আমি চিনিনা আবার বোধহয় চিনি।
কনফিউশন লিরিক্স - বাংলা ফাইভ ব্যান্ড :
Ei chena shohor chena somoy
Somoy gorale ochenao hoy
Ei tomay niye ami vabi
Tomay onek chine felechi
Asole ki korechi
Tomay ami chinina abar bod hoy chini
Tomay ami chinina abar bodhoy chini
Ei valobasha dilam tomay
Kintu ekta kintu thekei jaay
Jokhon dure dure thako tumi
Tokhon onek valobeshe feli haay
Ashole ki besechi
Tomay bhalobashi na abar bodhoy bashi
Tomay valobashi na abar bodhoy bashi