Oh Ki Lagche Song Lyrics | ওঃ কি লাগচে | The Bong Guy Topic | Keshab Dey | Kiran Dutta | Durgapuja Song
চার আনার মাল খেয়ে আটানার দাদাগিরি
এত মানা যাবে না
রেশনের চাল কি বিরিয়ানির বাতেলা সেটাও তো দেওয়া যাবে না
চার আনার মাল খেয়ে আটানার দাদাগিরি
এত মানা যাবে না
রেশনের চাল কি বিরিয়ানির বাতেলা সেটাও তো দেওয়া যাবে না
সিগারেট খাবো রে রেখেছো বাংলা বিড়ি
আইটেম দেখলে পরে মিস করি না বলতে
ওঃ কি লাগচে
ওঃ কি লাগচে
ওঃ কি লাগচে
আটা-ময়দা তোমরা যতই ঘসো মুখে আমার থেকে পার পাবে না
ফেয়ার এন্ড হ্যান্ডসাম আমরাও মাখতে জানি সেটা ভুলে যেওনা
আইফোন ব্যাক কভারে ইন্টেক্স দিয়ে ঘুরি
তবুও লেভেলেতে ঘুরছি সাইকেলে
ওঃ কি লাগচে
ওঃ কি লাগচে
ওঃ কি লাগচে
মালিতে ট্রায়াল রুমে যতই সেলফি তুলি কেনাকাটা কিছুই করিনা
টালটুু খেয়ে সাল্টু হয়ে যতই বাওয়াল করি বাবা খাওয়া ভুলতে পারিনা
এটিএম নিয়ে ফলস কার্ডটা সোয়াইপ করি
আইটেম দেখলে পরে মিস করি না বলতে
ওঃ কি লাগচে
ওঃ কি লাগচে
ওঃ কি লাগচে
ওঃ কি লাগচে
উফ কি লাগচে

চার আনার মাল খেয়ে আটানার দাদাগিরি
এত মানা যাবে না
রেশনের চাল কি বিরিয়ানির বাতেলা সেটাও তো দেওয়া যাবে না
চার আনার মাল খেয়ে আটানার দাদাগিরি
এত মানা যাবে না
রেশনের চাল কি বিরিয়ানির বাতেলা সেটাও তো দেওয়া যাবে না
সিগারেট খাবো রে রেখেছো বাংলা বিড়ি
আইটেম দেখলে পরে মিস করি না বলতে
ওঃ কি লাগচে
ওঃ কি লাগচে
ওঃ কি লাগচে
আটা-ময়দা তোমরা যতই ঘসো মুখে আমার থেকে পার পাবে না
ফেয়ার এন্ড হ্যান্ডসাম আমরাও মাখতে জানি সেটা ভুলে যেওনা
আইফোন ব্যাক কভারে ইন্টেক্স দিয়ে ঘুরি
তবুও লেভেলেতে ঘুরছি সাইকেলে
ওঃ কি লাগচে
ওঃ কি লাগচে
ওঃ কি লাগচে
মালিতে ট্রায়াল রুমে যতই সেলফি তুলি কেনাকাটা কিছুই করিনা
টালটুু খেয়ে সাল্টু হয়ে যতই বাওয়াল করি বাবা খাওয়া ভুলতে পারিনা
এটিএম নিয়ে ফলস কার্ডটা সোয়াইপ করি
আইটেম দেখলে পরে মিস করি না বলতে
ওঃ কি লাগচে
ওঃ কি লাগচে
ওঃ কি লাগচে
ওঃ কি লাগচে
উফ কি লাগচে
0 Comments
Post a Comment