আমার এটুক শুধু চাওয়া | Amar Etuk Sudhu Choa Song Lyrics
Bengali Movie - Rajlokhi O Srikanto
Song name Amar Etuk Sudhu Choa(আমার এটুক শুধু চাওয়া )
Singer name Timir Biswas
Lyricist name Anirban Das
Music director name Anirban Das
আমার এটুকু শুধু চাওয়া
ভরা দিঘির জলে নাওয়া
বট অশ্বত্থ পাতায় ছাওয়া
কৃপণ শেষ বসন্ত হাওয়া
আমার এটুকু শুধু চাওয়া
ভরা দিঘির জলে নাওয়া
বট অশ্বত্থ পাতায় ছাওয়া
কৃপণ শেষ বসন্ত হাওয়া
আমি একটা নেবো
নাহয় তুমিয়া খানিক ভেবো
শেষে অস্তমিত কবর খানায়
শরীর রেখেদেব
আমি একটা নেবো
নাহয় তুমিয়া খানিক ভেবো
শেষে অস্তমিত কবর খানায়
শরীর রেখেদেব
বোলো তুমিও কিচাও যেতে
এই কৃপণ হাওয়ায় মেতে
সারি সারি মৃতের সয়ন কক্ষ কাছে পেতে
বোলো তুমিও কিচাও যেতে
এই কৃপণ হাওয়ায় মেতে
সারি সারি মৃতের সয়ন কক্ষ কাছে পেতে
ছাড়ো এসব কথা রাখো
কোনো বান্ধবীকে ডাকো
তার হৃদয় ঘেসে বসে
তার শিরায় আউস চসি
ছাড়ো এসব কথা রাখো
কোনো বান্ধবীকে ডাকো
তার হৃদয় ঘেসে বসে
তার শিরায় আউস চসি
জানি আউস চসা বারণ
তবু তোমার কথা রাখি
দগ্ধ দেশে ধ্বংসস্তুপে পুষছি দোয়েল পাখি
জানি আউস চসা বারণ
তবু তোমার কথা রাখি
দগ্ধ দেশে ধ্বংসস্তুপে পুষছি দোয়েল পাখি
শেষে এটুক থাকে চাওয়া
ভরা দীঘির জলে নেওয়া
বট অশ্বত্থ পাতায় ছাওয়া
কৃপণ শেষ বসন্ত হাওয়া
আয়া ... অস্তমিত কবর খানায়
শরীর রেখে যাওয়া। ....
Bengali Movie - Rajlokhi O Srikanto
Song name Amar Etuk Sudhu Choa(আমার এটুক শুধু চাওয়া )
Singer name Timir Biswas
Lyricist name Anirban Das
Music director name Anirban Das