aHR0cHM6Ly9idG9vbHNib3guYmxvZ3Nwb3QuY29t
Welcome to Azlyrics. Go
Posts

Blocklist Bengali Poem Lyrics (ব্লক লিস্ট) Munmun Mukherjee Recitation

Blocklist Bengali Poem Lyrics by Munmun Mukherjee Recitation



Blocklist Bengali Poem Lyrics by Munmun Mukherjee :

Blocklist Bengali Poem Recited by Munmun Mukherjee. Blocklist Bengali Socal Media Facebook Love Story Poem Written by Debojyoti.

Poem : Blocklist
Recited by : Munmun Mukherjee
Writer : Debojyoti
Recrding & Mixing : Kaushik Som
Camera : Nilanjan
Edit : Soumyadip

Blocklist Bengali Poem Lyrics In Bengali :

তোমার সাথে আমার আলাপ হয় 
ফেসবুক থেকে,
আমি সেভাবে চিনতাম না তোমায়
কয়েকটা ছবি দেখেছি,
দু একবার প্রোফাইল ঘুরে এসেছি তার আগে। 

তারপর যখন প্রেমে পড়লাম
তখন আমাদের দু'মাস চলছে বন্ধুত্বের,
যদি বোঝাতেই হয়
গোটা পাঁচেক প্রোফাইল পিকচার,
গোটা দশ বারো কভার আর
প্রায় শ-খানেক পোস্ট।
এই ছিল আমাদের সম্পর্কের টাইমলাইন।

তুমি ছেড়ে গেছ যে কদিন হলো
তারও একটা টাইমলাইন আছে,
গোটা তিনেক প্রোফাইল পিকচার
গোটা ছয়েক কভার,
ধরে নাও গোটা পঞ্চাশেক পোস্ট।

কী অদ্ভুত ভালোবাসা ছিল আমাদের।
ছেড়ে যাওয়া, থেকে যাওয়ার টাইমলাইন,
সব কিরকম পাল্টে যায়।
তারপর যেদিন আমি তোমার ব্লক লিস্টে গেলাম,
সেদিন থেকে কত লেখা লিখেছি
কত পোস্ট শেয়ার করেছি,
তুমি হয়তো দেখোয়নি বা দেখেছো হয়তো,
বন্ধুদের প্রোফাইল থেকে।

আচ্ছা কখনো ভেবে দেখেছো
একসময় কত পরিচিত ছিলাম আমরা ?
আর এখন আমরা চিনি না একে অপরকে।
এই সুবিধাটা ফেসবুক আমাদের দিলো
যাকে ভুলতে চাই জোর করে তার অনিচ্ছায়
তাকে তুমি তোমার 
চোখের সামনে থেকে সরিয়ে দিতে পারো,
ব্লক করে দিতে পারো।

তারপর আরও কত পোস্ট করতে থাকি আমরা
টাইমের সাথে সাথে টাইমলাইন পাল্টে যায়়।
কিন্তু ভেবে দেখেছো কি ?
একসময় তুমি যাকে চাইলে নির্দ্বিধায়
তাকে এমন পর্যায়ে ঠেলে দিলে
আর কোনোদিন কথা হবে না।

একটা বয়স পার করার পর 
যখন মনে পড়বে
পারবে খুঁজতে ? পারবে আনব্লক করতে ?
যখন লগ-ইন বা লগ-আউট করার ক্ষমতা,
সামর্থ্য আর থাকবে না,
একটা বয়স মনে করার পর, 
মনে থাকবে আনব্লক করার কথা ?

শুধু এইটুকু বলার ছিল তোমায়
ফেসবুক থাকবে তো চিরকাল,
সময়ের সাথে সাথে আরও যুবক হবে
আমরা কিন্তু এই জগতেই 
আরও পুরনো হতে থাকবো।
তখন চাইলেও, 
ব্লকলিস্ট থেকে আর ফ্রেন্ড লিস্টে যেতে পরবো না।

জীবন এরকমই
ছেড়ে যাও, যদি তুমি চাও
থেকে যাও, যদি তুমি চাও
ভুলে যাও, যদি তুমি চাও
মনে যদি থাকে, মনে থাকবে। 

জোর করে মুছে দিলে
ফিরিয়ে আনা যায় না,
একদিন সবাই পাশওয়ার্ড ভুলে যায়
তা জীবনের হোক, বা ফেসবুকের। 
তখন কিন্তু চাইলেও আর ফিরিয়ে আনা যায় না
সম্পর্ক না থাক, সংযোগ যেন থেকে যায়
ওটা রাখতে হয়। 

ফেসবুক ব্লকলিস্ট বাংলা কবিতা আবৃত্তি - মুনমুন মুখার্জী :
Tomar sathe amar alap hoy
Facebook theke
AMi sevabe chintam na tomay
Koyekta chobi dekhechi
Du ekbar profile ghure esechi tar agey


from Bengali Lyrics

Getting Info...

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.